১৫ জানুয়ারী, ২০২১ ১২:৩১ পিএম

ভারতজুড়ে গণহারে ভ্যাকসিন বিতরণ শুরু শনিবার

ভারতজুড়ে গণহারে ভ্যাকসিন বিতরণ শুরু শনিবার
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতজুড়ে শনিবার থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন গণহারে বিতরণ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণহারে ভ্যাকসিন উদ্ধোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও জানানো হয়েছে।

ওই দিন ভারতের দুই হাজার ৯৩৪টি কেন্দ্রে একসঙ্গে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এক একটি সেশনে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে পর্যাপ্ত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা মজবুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে জাতীয় পর্যায়ে গণহারে ভ্যাকসিন বিতরণ কর্মসূচির সূচনা থেকে কোনো বিঘ্নতা না ঘটে।

এতে আরও বলা হয়েছে, একদিনই কো-উইন অ্যাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিনের সরবরাহ ও বিতরণের বিষয়ে নজরদারি করা হবে।

হিন্দুস্তান টাইসম জানিয়েছে, নয়া দিল্লির এইমস ও সফদরজং হাসপাতালে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও