২৯ অক্টোবর, ২০২০ ০৫:০৪ পিএম

তরুণ চিকিৎসক ওমর ফারুক আর নেই

তরুণ চিকিৎসক ওমর ফারুক আর নেই
ডা. ওমর ফারুক। ছবি: ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তরুণ চিকিৎসক ওমর ফারুক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর আজগর আলী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. ওমর ফারুক। এর পর মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজধানীর আজগর আলী হাসপতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তাঁর বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বড়াটিয়া দক্ষিণপাড়া গ্রামে। ডা. ওমর ফারুকের পিতা জসিম উদ্দিন ও মা কুলসুম আক্তার। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তিনি এবি নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. ওমর ফারুক ছিলেন সিএমসির ৫৬তম ব্যাচের শিক্ষার্থী।

তরুণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু