করোনায় মৃত্যুর মিছিলে আরও ২৮ জন, শনাক্ত ২৭৭২

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল শনিবার মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এর একদিন আগেই (গত ২৪ ঘণ্টায়) দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ১১১ জনে।
এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনে।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমকে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন পরীক্ষায় করোনা ২ হাজার ৭৭২ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন মোট ৩ হাজার ১১১ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১৭৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জনে।
প্রসঙ্গত,গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায়ে পরা প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় এক কোটি ৭৫ লাখ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৭৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি নয় লাখ ৪০ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
-
২ ঘন্টা আগে
-
৪ ঘন্টা আগে
-
৬ ঘন্টা আগে
-
২২ ঘন্টা আগে
-
২৩ ঘন্টা আগে
-
২৩ জানুয়ারী, ২০২১
-
২৩ জানুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
