১৩ মে, ২০২০ ০৭:৫৮ পিএম

করোনা: কারা হাসপাতালে ১১৩ চিকিৎসক পদায়নের নির্দেশ 

করোনা: কারা হাসপাতালে ১১৩ চিকিৎসক পদায়নের নির্দেশ 

মেডিভয়েস রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ সময়ের জন্য কারাগারে আটক বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১১৩ শূন্য পদে চিকিৎসক পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতি জরুরি এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।  

সেবা বিভাগের পারসোনাল-৩ অধিশাখার উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, কারাগারে আটক বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য কারাগার/কারা হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য কারা-১ শাখা সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ১১৩ জন চিকিৎসক পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন। 

এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক (করোনা চলমান সময়ের জন্য) সংযুক্তিতে পদায়নের কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

►স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত