২৮ জুন, ২০২৫ ০৪:৩৩ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৬২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৬২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর এবং সে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চলতি বছর ডেঙ্গুতে এটি ৪১তম মৃত্যু। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৮ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪১ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে, যা যে কোনো বিভাগের তুলনায় সবচেয়ে বেশি। ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৪৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ১৮ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছে ৩ জন।

এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক