০৮ অক্টোবর, ২০২৩ ০৭:৫২ পিএম

ঢাবির ফাইনাল প্রফে সেরা অধ্যাপক দম্পতির কন্যা ডা. শাফীন

ঢাবির ফাইনাল প্রফে সেরা অধ্যাপক দম্পতির কন্যা ডা. শাফীন
ডা. শাফীন সেহেলী খান।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে-২০২৩ এর ফলাফলে প্রথম হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (এমএমসি) শিক্ষার্থী ডা. শাফীন সেহেলী খান।

আজ রোববার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফাইনাল প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে মেডিসিন, সার্জারি, গাইনি—এই তিনটি বিষয় রয়েছে। ডা. শাফীন সেহেলী খান সব বিষয়ে মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান করেছেন এমএমসির ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী।

জানতে চাইলে ডা. শাফীন সেহেলী খান মেডিভয়েসকে বলেন, ‘এই অনুভূতিটা প্রকাশ করাটা আসলে খুব কঠিন। ফলাফল দেখে আমি কেঁদে দিয়েছিলাম। আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, এতো ভালো ফলাফল করতে পেরেছি। স্যার-ম্যামরা অনেক সহযোগী ছিলেন। শিক্ষকদের অবদান অনেক বেশি রয়েছে, তাঁরা অসাধারণভাবে পড়িয়েছেন। ফলাফল দেখে আমার আব্বু-আম্মু অনেক খুশি হয়েছেন।’

ডা. শাফীনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়, বেড়ে ওঠা ময়মনসিংহ জেলা শহরে। দুই ভাই-বোনের মধ্যে বড় তিনি। ডা. শাফীন ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এইচএসসি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ সম্পন্ন করেন।

ডা. শাফীনের বাবা অধ্যাপক ডা. মো. মনজুর উল করিম খান (ডা. এম কে খান) ও মা অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানা। অধ্যাপক মনজুর উল করিম কমিউনিটি বেজড মেডিকেল কলেজে ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান এবং ডা. সেহেলী জান্নাত ময়মনসিংহ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ডা. শাফীনের একমাত্র ছোট ভাই মো. সামিউল করিম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।

এর আগে প্রথম প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান, দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় চতুর্থ স্থান, তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় প্যাথলজি ও মাইক্রোবায়োলজিতে অনার্স মার্ক পেয়েছিলেন ডা. শাফীন সেহেলী খান।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফে সেরা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক