১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩৮ পিএম

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনে ৩ সিজারিয়ান সেকশন

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনে ৩ সিজারিয়ান সেকশন
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে চার শিশুর জন্ম হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৩ টি সিজারিয়ান অপারেশন হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সিজারিয়ান সেকশনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি শিশুর জন্ম হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলের (ইউএইচএফপিও) তত্ত্বাবধানে অপারেশন টিমে ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. শাহনাজ বেগম, ডা. জান্নাতুল ফেরদৌস, এনেসস্থিয়া দিয়েছেন ডা. জুলকারনাইন মজুমদার। ওটিতে সার্বিক সহযোগিতা করেছেন এসএসএন হাসনা হেনা, এসএসএন প্রিয়াঙ্কা রাণী ভৌমিক ও ওয়ার্ডবয় নাসির।

ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) চারটি স্বাভাবিক ডেলিভারি হয়েছে। এর আগে গতকাল তিনটি সিজারিয়ান সেকশন হয়।

ওটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউএইচএফপিও বলেন, সিজারিয়ান অপারেশন ও স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক এবং তাদের মায়েরা  সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক