আইএইচটির বিএসসি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেডিভয়েস রিপোর্ট: ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বিএসসি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা ও রাজশাহী কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর ফলে দীর্ঘ তিন বছর পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএসসি কোর্সে শিক্ষা কার্যক্রমের অচলাবস্থা কাটছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা ও রাজশাহী আইএইচটিতে বিএসসি কোর্স চালু রয়েছে। এই দুই ইনস্টিটিউটে আসন সংখ্যা মোট ২৩০টি। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন প্রায় দুই হাজার পরীক্ষার্থী।
এ সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, ‘কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বাধা ছিল, মামলা মোকাদ্দমা হয়েছিল। এ কারণে আইএইচটিতে ৯টি বিষয়ে ডিপ্লোমা (Diploma) কোর্স চালু থাকলেও বিএসসি কোর্সে ছাত্র ভর্তি বন্ধ ছিল।’
এ নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনায় অচলাবস্থা নিরসন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যোগদানের পর সমস্যাটি নজরে এলে আমরা এই শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি করার উদ্যোগ গ্রহণ করি। বিবদমান উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা হয়েছে, সমঝোতায় উপনীত হওয়া সম্ভব হয়েছে। ফলে সেই অচলাবস্থার অবসান হয়েছে এবং আলহামদুলিল্লাহ, এর ফলশ্রুতিতে আজ ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে গেল।’
তিনি আরও বলেন, জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজন বিভিন্ন প্রকার স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল। চিকিৎসক এই দলের নেতৃত্ব প্রদান করে থাকেন। কিন্তু শুধু তার একার পক্ষে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব নয়। ওই দলের অপরিহার্য অন্যান্য সদস্য যারা আছেন—যেমন: নার্স, মিডওয়াইফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ (মেডিকেল) টেকনোলজিস্ট, এমনকি ট্রলিবয় বা পরিচ্ছন্নতা কর্মীর সক্রিয় অংশগ্রহণ দরকার।
‘আমরা এই সকল ধরনের স্বাস্থ্যকর্মীর মানসম্মত শিক্ষণ ও প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি, আজকের এই পরীক্ষার মাধ্যমে আমরা উচ্চশিক্ষিত এবং সুদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট উপহার দিতে পারবো’, যোগ করেন অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ।
এমইউ
-
০৮ সেপ্টেম্বর, ২০২৩
-
০৪ মে, ২০২১
-
১৭ অগাস্ট, ২০২০