বিএসএমএমইউতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ক্যান্সার ভবনের অনকোলজি বিভাগে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রেডিওথেরাপির বৈকালিক শিফট এর শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরেকটি রেডিওথেরাপির মেশিন চালুর ঘোষণা দেন তিনি।
ভিসি বলেন, রোগীদের সেবা করতে পারলে আমার ভালো লাগে। শিক্ষা, গবেষণার পাশাপাশি রোগীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্যে। ক্যান্সার চিকিৎসায় আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। অনকোলজি বিভাগের সহযোগীতায় আমরা দ্বিতীয় শিফট বৈকালিক শিফট চালু করেছি। অনকোলজির চিকিৎসায় নিয়োজিতদের রেডিওয়েশন ঝুঁকিতে থাকতে হয়। আমি দায়িত্ব নেওয়ার পর সার্বজনীন ঝুঁকি ভাতা চালু করেছি। খুব শিগগিরই অনকোলজি বিভাগে যারা রেডিওয়েশনের কাজে সম্পৃক্ত তাদের অন্যান্য বিভাগের মত ঝুঁকি ভাতা প্রদান করা হবে।
তিনি বলেন, আমাদের সেবার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পদ্মাসেতু হওয়ায় গড়ে প্রতিদিন ১ হাজার রোগী বৃদ্ধি পেয়েছে। মেট্রোরেল চালু হলে হয়ত আরও ১ হাজার রোগী বৃদ্ধি পাবে। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। অনকোলজি চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ই সেরা সেবা দিয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ের সহযোগীতা পেলে আগামী ডিসেম্বরের মধ্যে আরেকটি রেডিওথেরাপি মেশিন ক্রয় হবে।