১৭ মে, ২০২৩ ১১:১৬ এএম

দন্তরোগের আধুনিক চিকিৎসায় ডা. শামসুল আলমের ভূমিকা গৌরবোজ্জ্বল

দন্তরোগের আধুনিক চিকিৎসায় ডা. শামসুল আলমের ভূমিকা গৌরবোজ্জ্বল
ডা. শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. মো. শামসুল আলম দেশে দন্তরোগের আধুনিক চিকিৎসা ও গবেষণায় গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন বলে মন্ত্যব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৭ মে) বিএসএমএমইউ’র কেন্দ্রীয় মসজিদে ডা. শামসুল আলমের জানাযায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, ‘এ কিংবদন্তি চিকিৎসক দেশের মানুষের মুখ ও দন্তরোগের চিকিৎসাসেবা, দন্তরোগের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।’

ডা. শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ডা. শারফুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, বাংলাদেশের আধুনিক ডেন্টিস্ট্রির অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. শামসুল আলম মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।তিনি স্ত্রী, এক সন্তানসহ শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ ফজর ধানমন্ডি-৭ বায়তুল আমান জামে মসজিদে মরহুমের প্রথম, সকাল ৮টায় বিএসএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয়, সকাল ৯টায় গ্রীণ লাইফ হাসপাতাল প্রাঙ্গণে তৃতীয় এবং ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর টাঙ্গাইলে পঞ্চম জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. শামসুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডেন্টাল অনুষদের সাবেক ডিন ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি ছিলেন।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক