১৪ নভেম্বর, ২০২২ ১০:৩৪ এএম

ডায়াবেটিস রোগীর চিকিৎসায় সরাসরি বিশেষজ্ঞদের প্রশ্নের সুযোগ

ডায়াবেটিস রোগীর চিকিৎসায় সরাসরি বিশেষজ্ঞদের প্রশ্নের সুযোগ
আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলে সরাসরি এ প্রোগ্রামে উপস্থিত হয়ে দেশবরেণ্য বিশেষজ্ঞদের প্রশ্ন করতে পারবেন।

মেডিভয়েস রিপোর্ট: আজ সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মেজর সালেক অডিটোরিয়ামে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্যে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান ডা. সাকলায়েন রাসেল।

রোববার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ  তথ্য জানান তিনি। 

এতে বলা হয়েছে, ‘আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলে সরাসরি এ প্রোগ্রামে উপস্থিত হয়ে দেশবরেণ্য বিশেষজ্ঞদের প্রশ্ন করতে পারবেন। এজন্য আপনাকে নিচের নাম্বারে এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।’

ফ্রি রেজিস্ট্রেশনের নিয়ম

১. নাম
২. মোবাইল নাম্বার
৩. বয়স 
৪. কতদিন থেকে ডায়াবেটিস

উপরের তথ্যগুলো ০১৩১৮-৮৫৪৮০৪ নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিন।

এই সুযোগ মাত্র ৫০ জন পাবেন। যারা কনফার্ম মেসেজ বা বার্তা পাবেন, শুধুমাত্র তারাই কেবল অংশ নিতে পারবেন। প্রবেশের সময় কনফার্ম এসএমএস দেখাতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।

উল্লেখ্য, কল করে রেজিস্ট্রেশন করার সুযোগ নেই। শুধু এসএমএস পাঠাতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক