১৯ অক্টোবর, ২০২২ ১১:২৪ এএম

চমেকের প্রথম প্রফেশনাল পরীক্ষার সূচি প্রকাশ

চমেকের প্রথম প্রফেশনাল পরীক্ষার সূচি প্রকাশ
নিজ নিজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী  ২৬ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়। 

সিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী, নিজ নিজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী  ২৬ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ ও ২৮ নভেম্বর অ্যানাটমি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ও ৪ ডিসেম্বর ফিজিওলজি প্রথম ও দ্বিতীয়পত্র এবং একই মাসের ৭ ও ১০ তারিখ বায়োক্যামিস্ট্রি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর অনুলিপি বিশ্ববিদ্যালয় ডিন, অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

  এই বিভাগের সর্বাধিক পঠিত