৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৩ পিএম

ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. মাহমুদুল, সম্পাদক ডা. শাহ আলম

ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. মাহমুদুল, সম্পাদক ডা. শাহ আলম
বাঁয়ে ডা. মাহমুদুল হাসান এবং ডানে ডা. শাহ আলম সিদ্দিকী।

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের জাতীয় সংগঠন ইউএইচএফপিও ফোরামের সভাপতি হিসেবে শরীয়তপুরের জাজিরার ইউএইচএফপিও ডা. মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মানিকগঞ্জের দৌলতপুরের ইউএইচএফপিও ডা. শাহ আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৬৪ জন ভোটারের মধ্যে ৩৭৩ জন ভোটার ভোটপ্রদান করেন।

অনুভূতি জানিয়ে ইউএইচএফপিও ফোরামের নবনির্বাচিত সভাপতি ডা. মাহমুদুল হাসান মেডিভয়েসকে বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় অন্যতম আস্থার জায়গা হচ্ছে ইউএইচএফপিও ফোরাম। আজকের নির্বাচনে সারাদেশের ইউএইচএফপিও’গণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি বিশ্বাস করি নির্বাচিত প্রতিনিধিগণ জনগনের স্বাস্থ্যসেবা নিশিচতকরণে সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রণী ভুমিকা পালন করে যাবে।’

সাধারণ সম্পাদক ডা. শাহ আলম সিদ্দিকী বলেন, ‘উপজেলা পর্যায়ে জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দীর্ঘদিন ধরে ইউএইচএফপিও ফোরাম কাজ করে যাচ্ছে। আমি মনে করি নতুন নেতৃত্বের সমন্বয়ে ইউএইচএফপিও ফোরামের কাজ আরও বেগবান হবে এবং দেশের প্রান্তিক পর্যায়ের জনসাধারণ আগের চেয়ে আরও ভাল চিকিৎসাসেবা পাবে ইনশাআল্লাহ।’  

নির্বাচনে সহ-সভাপতি পদে নওগাঁর সাপাহারের ইউএইচএফপিও ডা. মো. রুহুল আমিন ও সিলেটের ওসমানী নগরের ইউএইচএফপিও ডা. মো. মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝিনাইদহের শৈলকূপার ইউএইচএফপিও ডা. মো. রাশেদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে কুমিল্লার লাকসামের ইউএইচএফপিও ডা. নাজিয়া বিনতে আলম, কোষাধ্যক্ষ পদে, চট্টগ্রামের পটিয়ার ইউএইচএফপিও ডা. সব্যসাচী নাথ এবং দপ্তর সম্পাদক পদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ইউএইচএফপিও ডা. নুরে আলম খান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন- কুমিল্লার দেবিদ্বারের ইউএইচএফপিও ডা. মো. এনামুল হক, মৌলভীবাজারের রাজনগরের ইউএইচএফপিও ডা. মো. আফজালুর রহমান, লক্ষীপুরের রামগতির ইউএইচএফপিও ডা. কামনাশীষ মজুমদার, সিলেটের দক্ষিণ সুরমার ইউএইচএফপিও ডা. মো. মাইনুল আহসান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ইউএইচএফপিও ডা. হাসান ইবনে আমিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএইচএফপিও ডা. জাফরিন জাহেদ জিতি, মৌলভীবাজারের বড়লেখার ইউএইচএফপিও ডা. রত্নদ্বীপ বিশ্বাস তীর্থ, যশোরের ঝিকরগাছার ইউএইচএফপিও ডা. মো. রশিদুল আলম ও নারায়ণগঞ্জের বন্দরের ইউএইচএফপিও ডা. মেহবুবা সাঈদ। 

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, খুলনার বিভাগীয় সম্পাদক পদে যশোরের চৌগাছার ইউএইচএফপিও ডা. লুৎফুন্নাহার, সিলেটের বিভাগীয় সম্পাদক পদে সুনামগঞ্জের শান্তিগঞ্জের ইউএইচএফপিও ডা. জসিম উদ্দিন শরিফী, বরিশালের বিভাগীয় সম্পাদক পদে বরগুনার আমতলীর ইউএইচএফপিও ডা. আব্দুল মুনয়েম সাদ, ময়মনসিংহের বিভাগীয় সম্পাদক পদে ঈশ্বরগঞ্জের ইউএইচএফপিও ডা. মুহাম্মদ নুরুল হুদা খান ও রাজশাহীর বিভাগীয় সম্পাদক পদে বগুড়ার ধুনটের ইউএইচএফপিও ডা. আশরাফুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক