১২ জুন, ২০২২ ০৯:২৪ এএম

হতাশায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা 

হতাশায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা 
নানা হতাশা থেকে আত্মহত্যা করেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মানিক বাড়ৈ।

মেডিভয়েস রিপোর্ট: পড়াশোনায় অকৃতকার্য হওয়াসহ নানা হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের (ডিসিএম) ৮ম ব্যাচের শিক্ষার্থী মানিক চন্দ্র বাড়ৈ। 

গতকাল শনিবার (১১ জুন) রাত ৯টা ৫৮ মিনিটে এক চিরকুট লিখে নিজেকে শেষ করে দেন তিনি।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ২৬ বছর বয়স্ক এই মেডিকেল শিক্ষার্থী। পড়ালেখায় অকৃতকার্য হওয়ায় হতাশা আরও বেড়ে যায়। এ পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

যা ছিল চিরকুটে

ঘটনাস্থল থেকে মানিকের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কিছুক্ষণ আগে চিরকুটটি লিখেছিলেন তিনি। এতে এই মেডিকেল শিক্ষার্থী লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ব্যক্তি হতাশার কারণে আত্মহত্যা করতেছি। আমি মেডিকেলে ফেল করেছি এবং লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি। তাই আমি আত্মহত্যা করছি। আমি কারো দ্বারা প্রভাবিত নই।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক