১৩ মে, ২০২২ ১০:১৪ এএম

দুই ডোজের আওতায় ১১ কোটি ৬৮ লাখ মানুষ

দুই ডোজের আওতায় ১১ কোটি ৬৮ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৪৬ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৯৮৫ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৪৪০ জন মানুষ। এ ছাড়া এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৯ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৬৩২ এবং মহিলা চার হাজার ৩৯২ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৬৯ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৬৩ এবং মহিলা ৩৩ হাজার ৯০৬ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ৮ এবং মহিলা ৬০ হাজার ৯৮৯ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২১ হাজার ২৯০ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৯৫১ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ১৮ হাজার ৫৮৯ জন ভাসমান জনগোষ্ঠী দুই ডোজের টিকার আওতায় এসেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক