১০ মার্চ, ২০২২ ০২:০১ পিএম

কিডনি রোগে প্রতিদিন আশি জনের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি রোগে প্রতিদিন আশি জনের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী
ডায়াবেটিসসহ অনেক রোগের কারণে কিডনি বিকল হয়ে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ নানা রোগের কারণে কিডনি বিকল হয়ে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

কিডনি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি (নিকদু) আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগে প্রতিদিন আশি জন মানুষ মারা যান। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ অনেক রোগের কারণে কিডনি বিকল হয়ে যায়। ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। এজন্য নিয়মিত চেকআপের বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা চিন্তিত হয়ে পড়ি। অথচ কিডনিতে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ যাচ্ছে, ক্যান্সারে দিনে দুই থেকে তিনশ’ মানুষ মারা যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা খুব বেশি সচেতন থাকি না। এই রোগগুলো নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।’ 

কিডনি রোগীদের সংখ্যা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন প্রায় দুই কোটি কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি আছেন। প্রতিদিন গড়ে ২০-৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। এ কারণে দেশের প্রতিটি জেলায় আলাদা করে ১০ শয্যার ডায়ালাইসিস ও ১০ শয্যার আইসিইউ শয্যা করার কাজ হাতে নিয়েছি। আট বিভাগে ৮টি আধুনিক ক্যান্সার, কিডনি চিকিৎসা হাসপাতাল নির্মাণ করতে কাজ শুরু করা হয়েছে। এগুলো হলে দেশের মানুষ নিজ নিজ এলাকাতেই এ রকম জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে গ্রহণ করতে পারবে।’

কিডনি বিকল রোগীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির অধ্যাপক ডা. কাজী শাহনুর ইসলাম বলেন, ব্যয়সাপেক্ষ হলেও দেশে কিডনি বিকল রোগীদের সফল চিকিৎসা রয়েছে।

নিকদু পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, নেফ্রলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. নিতাই চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক