২৮ জানুয়ারী, ২০২২ ১২:৪৮ পিএম

এক বছরে ছয় কোটি মানুষকে দুই ডোজ টিকা প্রদান

এক বছরে ছয় কোটি মানুষকে দুই ডোজ টিকা প্রদান
এখন পর্যন্ত এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ২৯৬ স্কুল শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছেন। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশে এক বছরে ছয় কোটিরও বেশি মানুষকে দুই ডোজ টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৯ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৩৪৯ জন প্রথম ডোজ এবং ছয় কোটি পাঁচ লাখ আট হাজার ২০০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। টিকাগুলোর মধ্যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। 

তথ্যমতে, গত বছরের ১ নভেম্বর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা প্রদানের মধ্য দিয়ে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ২৯৬ স্কুল শিক্ষার্থী প্রথম ডোজ এবং ১৯ লাখ ২২ হাজার ৬৩৪ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক