১৩ জানুয়ারী, ২০২২ ০৯:৩০ পিএম

‘গণপরিবহনে যত আসন তত যাত্রী, পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন’

‘গণপরিবহনে যত আসন তত যাত্রী, পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা যাবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: করোনার নতুন ধরন অমিক্রন প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখা সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা যাবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। তবে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

এনায়েত উল্যাহ বলেন, সব পরিবহন মালিকদের বিআরটিএ এ বার্তা পৌঁছে দিয়েছে। এ ক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে, তারা যাতে বিষয়টি দেখেন।

এর আগে বুধবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলাচলের সিদ্ধান্ত হয়। এ জন্য কোনো ভাড়া বাড়ানো হবে না বলেও জানানো হয়।

গত ১০ জানুয়ারি করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ১১ দফা বিধিনিষেধের ছয় নম্বর দফায় বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। সব যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক