১১ জানুয়ারী, ২০২২ ০৩:১৭ পিএম

দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রে, হাসপাতালে সর্বোচ্চ রোগী

দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রে, হাসপাতালে সর্বোচ্চ রোগী
মঙ্গলবার (১১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে একদিনেই ১১ লাখ ৩০ হাজারের বেশি কোভিড রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে গত দুই বছরে বিশ্বের আর কোথাও একদিনে এত রোগী শনাক্ত হয়নি।

এর আগের রেকর্ড যুক্তরাষ্ট্রেরই ছিল, অমিক্রনের বিস্তার শুরুর পর গত ৩ জানুয়ারি ১০ লাখ ৩ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছিল সেদিন।

রয়টার্স জানিয়েছে, প্রতি সোমবার যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা বেশি থাকছে, এর একটি কারণ শনি ও রোববার ছুটির দিনে অনেক রাজ্য থেকে নমুনা পরীক্ষার তথ্য আসতে দেরি হচ্ছে। সাত দিনের গড় হিসাব করলে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে।

একই দিনে আরেক ভয় জাগানো রেকর্ডের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির হাসপাতালগুলোতে ১ লাখ ৩৫ হাজারের বেশি কোভিড রোগী ভর্তি ছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ। 

এর আগের রেকর্ডটি ছিল গতবছর জানুয়ারিতে, সে সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছিল।

রয়টার্স জানিয়েছে, অমিক্রনের বিস্তার শুরুর পর গত তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।  

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন পুরো বিশ্বেই প্রাধান্য বিস্তার করছে। রোগীর চাপে উদ্বেগ বাড়ছে ইউরোপেও।

গতবছর আধিপত্য বিস্তার করা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়ায় অমিক্রন। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে কম বলে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক