২৬ অক্টোবর, ২০২১ ০৪:৩১ পিএম

দেশে পৌঁছেছে সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা
দেশে পৌঁছেছে চীনের সিনোফার্ম বা সিনোভ্যাকের দুই লাখ ডোজ টিকা। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশে পৌঁছেছে চীনের সিনোফার্ম বা সিনোভ্যাকের দুই লাখ ডোজ ভ্যাকসিন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে চালানটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান,  বিকেল ৪টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাক্সিন এসে পৌঁছেছে। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ভ্যাকসিনের এ চালানটি দেশে এসেছে। 

এর আগে একইদিনের দুপুরের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দুই লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

এর আগে গত ২১ অক্টোবর দিবাগত রাত দুইটায় সিনোফার্মার ৫৫ লাখ টিকা নিয়ে ভ্যাকসিন বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক