জাতীয় কমিটির মতামত পেলেই মেডিকেলে ৩য় ও ৪র্থ বর্ষের ক্লাস শুরু

মো. মনির উদ্দিন: করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটির পর গত ১৩ সেপ্টেম্বর দেশের সব মেডিকেল কলেজে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়। ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যু স্বাভাবিকতায় চলে আসায় শিগগিরই মেডিকেলের অন্যান্য বর্ষের ক্লাস শুরু হবে বলেও ওই সময় জানায় কর্তৃপক্ষ।
তবে এর দেড় মাস পরও ক্লাস শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা বর্ষ থেকে এরইমধ্যে প্রায় দেড় বছর পিছিয়েপড়া এসব মেডিকেল শিক্ষার্থী।
বিষয়টি নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে মেডিভয়েসের কথা হয়। তাদের সবার সাধারণ দাবি, মেডিকেল শিক্ষা বাঁচিয়ে রাখতে অনতিবিলম্বে তাদের ক্লাস খুলে দেওয়া হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকলে কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মেডিভয়েস বলেন, ‘করোনায় দেশে মৃত্যুর হারও অনেক কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে খুলে দেওয়া হয়েছে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়। মেডিকেলের ক্লাস চলছে দেড় মাস ধরে। কিন্তু তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস খুলে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করছি।’
কবে নাগাদ বাকিদের ক্লাস খুলে দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালু করা নিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে গত ১০ দিন আগে চিঠি দেওয়া হয়েছে। কমিটির মতামত পেলেই খুলে দেওয়া হবে। তাঁদের পক্ষ থেকে এখনো কোনো মতামত আসেনি। তাঁরা আমাদের আনুষ্ঠানিক মতামত দেবেন। এর পর আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবো।’
কারিগরি কমিটির সিদ্ধান্তের ওপর বাকিদের ক্লাস খুলে দেওয়া নির্ভর করছে বলেও এ সময় জানান তিনি।
এ প্রসঙ্গে টেকনিক্যাল উপকমিটির সদস্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা মেডিভয়েসকে বলেন, ‘সব কিছু তো ভালোই যাচ্ছে। এখন বিষয়টি টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা একবার বসলেই সিদ্ধান্ত চলে আসবে। আমার মনে হয়, খুব তাড়াতাড়িই এটি হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন স্যার গতকালও (২৪ অক্টোবর) বিষয়টি নজরে এনেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়াও টেকনিক্যাল কমিটির সঙ্গে কথা বলে খুলে দেওয়ার কথা বলেছেন। আমিসহ অনেক মেডিকেল কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা সশরীরের ক্লাস নিতে প্রস্তুত।’
তবে এ নিয়ে কবে নাগাদ টেকনিক্যাল কমিটির বসার সম্ভাবনা আছে জানতে চাইলে সুস্পষ্ট কোনো দিন-ক্ষণ জানাতে অপারগতা প্রকাশ করেন অধ্যাপক টিটো মিঞা।
সিদ্ধান্ত জানতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহকে একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ২৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের একদিন পর মেডিকেল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি দেশের করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় ধাপে ধাপে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। প্রথমে সকল পর্যায়ের স্কুল-কলেজ এবং ধাপে ধাপে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৫ অক্টোবর, ২০২১
-
০৮ সেপ্টেম্বর, ২০২১
-
০১ সেপ্টেম্বর, ২০২১
-
২২ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১