২৫ অক্টোবর, ২০২১ ১২:৪০ পিএম

নতুন আতঙ্কের নাম ডেল্টা প্লাস ‘AY.4’

নতুন আতঙ্কের নাম ডেল্টা প্লাস ‘AY.4’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। করোনার ধাক্কা সামলে মানুষ নতুন উদ্যমে জীবন সাজানো শুরু করছে। তবে এরই মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস ‘AY.4’। যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন, যা অন্য যে কোনো ধরনের থেকে দ্রুত ছড়াতে সক্ষম।

শনিবার (২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এ ভ্যরিয়েন্টকে 'ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন' ক্যাটাগরিতে রেখেছে। তবে এটি ডেল্টার চেয়ে গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে কি না-সে বিষয়ে এখনও কোনো প্রমাণ নেই। ডেল্টা প্লাসের দ্রুত ছড়ানোর ক্ষমতা রয়েছে, তবে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও বর্তমান টিকা কার্যকর বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এতে আরও বলা হয়, যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ নিয়মিত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তবে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে শতকরা ৬ ভাগ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এদিকে ভারতের মধ্যপ্রদেশেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির ইন্দোরে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত সাতজন রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ভারতের মহু সেনানিবাসে কর্মরত সেনা কর্মকর্তা। 

এছাড়া যুক্তরাষ্ট্রেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে। গত ২১ অক্টোবর ইউএস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল জানায়, তাদের ডাটাবেসে এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত অনধিক ১০ জন রোগীর তথ্য পাওয়া গেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও