১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৩০ পিএম

বিএসএমএমইউতে ১০৯ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি

বিএসএমএমইউতে ১০৯ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ  মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সিনিয়র স্টাফ নার্স পদে মোট ১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যোগ্যতা 

১. বয়স: ২৫ মার্চ  ২০২০ -এ ৩০ বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ৩২ বছর পূর্ণ হয়েছে।

২. শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিষ্টার্ড প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।

৩. বেতন: ১০ গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলী

আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর বেলা ২.৩০ ঘটিকার মধ্যে অনলাইনে (www.bsrin.edu.bd) আবেদন
করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোন অনলাইন শাখায় বিএসএমএমইউর রেজিস্ট্রারের অনুকলে পূবালী ব্যাংকের ঢাকার শাহবাগ এভিনিউ শাখার একাউন্ট নম্বর STD-430 এর বিপরীতে আগামী ১৪ সেপ্টম্বর  থেকে ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।

আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে।

ক. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); 
খ. স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); 
গ. টাকা জমার ব্যাংক রশিদের কপি ও
ঘ. মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র। 

►বিজ্ঞপ্তি ও শর্তাবলী দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক