০৬ জুন, ২০২১ ১০:৫৭ এএম

রামেকে আরও ছয়জনের মৃত্যু

রামেকে আরও ছয়জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (০৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর একজন, নাটোর একজন ও চুয়াডাংগার একজন রয়েছেন। মৃতদের মধ্যে  চাপাইনবাবগঞ্জের দুইজন পজিটিভ ছিলেন। অন্য চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, রামেক হাসপাতালে ভর্তি আছেন ২৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। এরমধ্যে আটজন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, নওগাঁর তিনজন ও নাটোরের একজন। আইসিইউতে আছেন ১৬ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক