২৫ মে, ২০২১ ০৬:১৮ পিএম

মস্তিষ্কে রক্তক্ষরণে ডা. আলী শাহীনের মৃত্যু

মস্তিষ্কে রক্তক্ষরণে ডা. আলী শাহীনের মৃত্যু
ডা. মোহাম্মদ আলী শাহীন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ডা. মোহাম্মদ আলী শাহীন।

সোমবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই চিকিৎসকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ডা. মোহাম্মদ আলী শাহীনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক