১৮ এপ্রিল, ২০২১ ০৫:৪৩ পিএম

ময়নামতি মেডিকেল ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

ময়নামতি মেডিকেল ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ।

আজ রোববার (১৮এপ্রিল) দুপুরে ময়নামতি মেডিকেলের আশপাশের এলাকায় রিক্সা চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে এ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক মো. মাজেদুল ইসলাম সানি বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে আমরা পাঁচ শতাধিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছি। মাস্ক পরার জন্য জানিয়েছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় যেকোনো পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।’

এ মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক