করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৭ এপ্রিল

মেডিভয়েস রিপোর্ট: করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনার টিকার প্রথম ডোজের কার্যক্রম হয়। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় চিকিৎসক, পুলিশ ও সেনাবাহিনীসহ পর্যায়ক্রমে আরও ২৯ সম্মুখযোদ্ধার দেহে করোনার টিকা প্রয়োগ করা হয়।
এর আগে গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ঢাকা পৌঁছায়।
গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়।
এদিকে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের চালান দেশে পৌঁছেছে। এ দফায় মোট ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, করোনার সংক্রমণ ঠেকাতে দেশে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন মানুষ। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ এবং ৭ হাজার ৮৯ হাজার ৪৪২ জন নারী রয়েছেন।
-
২৩ ঘন্টা আগে
-
২৮ ফেব্রুয়ারী, ২০২১
-
২৭ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
১৯ ফেব্রুয়ারী, ২০২১
চিকিৎসকদের অনিহা
‘বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বইগুলো গুদামে পচে’
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
চিকিৎসকদের অনিহা
‘বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বইগুলো গুদামে পচে’
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
