১৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৪৯ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন ক্রিকেট তারকারা

করোনার ভ্যাকসিন নিলেন ক্রিকেট তারকারা
ছবি: সংগৃহীত

মেডিভয়েসি রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন নিয়েছেন দেশের আলোচিত ক্রিকেট তারকারা। নিউজিল্যান্ড সফরের আগেই টিকা নিচ্ছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন তাঁরা। এসময় ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফসহ ২৮ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে, ‘সাকিব আল হাসান ছুটিতে থাকায় আপাতত টিকা নিচ্ছেন না। এছাড়া নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে এমন আরও কয়েকজন ক্রিকেটার (৮ জন হওয়ার কথা) ঢাকার বাইরে থাকায় আজ টিকা নিতে পারছেন না। তাঁরা আগামী ২০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিতে পারেন।’

জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবেন ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক