১৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪১ এএম

করোনার ভ্যাকসিন নিলেন প্রায় সাড়ে সাত লাখ মানুষ

করোনার ভ্যাকসিন নিলেন প্রায় সাড়ে সাত লাখ মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভেয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩৯৪ জনের দেহে ভ্যাকসিনের মৃদু বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনার টিকাদান কার্যক্রমের আওতায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন টিকা গ্রহণ করছেন। তাঁদের মধ্যে পাঁচ লাখ ১৩ হাজার ৬২১ জন পুরুষ এবং দুই লাখ ২৩ হাজার ৫৯ জন নারী রয়েছেন।

টিকা গ্রহীতাদের বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে এক লাখ ৯৪ হাজার ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ হাজার ৯১৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৭৮ হাজার ৫১২ জন, রাজশাহী বিভাগে ৮৫ হাজার ৭৩৮ জন, রংপুর বিভাগে ৬৯ হাজার ৭৯৮ জন, খুলনা বিভাগে ৮০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে ৩০ হাজার ১৯৪ জন ও সিলেট বিভাগে ৬৩ হাজার ৮১৫ জন টিকা নিয়েছেন।

বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ১৩ জন ও সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।

গতকাল টিকা কার্যক্রমের সপ্তমদিনে ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে মোট এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার ৪৩ জন ও ৬৭ হাজার ৩২৮ জন নারী নিয়েছেন। এদিনে টিকা গ্রহীতাদের মধ্যে ৩১ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক