এমবিবিএস ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, বিডিএস ৩০ এপ্রিল

মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ অনুমোদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত চার ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ. এইচ. এম এনায়েত হোসেন আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মেডিভয়েসকে বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকেই এ নির্দেশনা এসেছে। পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ অন্যান্য নিয়মগুলো ভর্তি কমিটি নির্ধারণ করবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুমোদন সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পত্র নং-স্বাঃ শিঃ অধি/চিঃশি/বিবি/২০২০/8৪২, তারিখঃ ০২/০১/২০২১ খ্রি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী,
এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ০৭-০২-২০২১ হতে ০৯-০২-২০২১ তারিখে মধ্যে সুবিধাজনক সময়ে,
অনলাইনে ফরম পূরণ (শুরু হইতে শেষ): ১১-০২-২০২১ হতে ০১-০৩-২০২১ পর্যন্ত,
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ০২-০৩-২০২১ রাত ১১.৫৯ টা পর্যন্ত,
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিট কার্ড তৈরি করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ০২-০৩-২০২১ হতে ১৯-০৩-২০২১ পর্যন্ত,
প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড): ২০-০৩-২০২১ হতে ২৫-০৩-২০২১ পর্যন্ত,
হাজিরা সিট ডাউনলোড: ২৭-০৩-২০২১ হতে ০১-০৪-২০২১ পর্যন্ত এবং
ভর্তি পরীক্ষার তারিখ ০২-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।
বিডিএস ভর্তি পীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ২৩-০৩-২০১১ হতে ২৫-০৩-২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে,
অনলাইনে ফর্ম পূরণ (শুরু হতে শেষ): ২৭-০৩-২০২১ হতে ১৫-০৪-২০২১ পর্যন্ত,
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ১৫-০৪-২০১১ রাত ১১.৫৯টা পর্যন্ত,
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিটকার্ড তৈরি, করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ১৭-০৪-২০২১ হতে ২২-০৪-২০২১ পর্যন্ত,
প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড): ২৪-০৪-২০২১ হতে ২৬-৪-২০২১ পর্যন্ত,
হাজিরা সিট ডাউনলোড ২৭-০৪-২০২১ হতে ২৯-০৪-২০২১ পর্যন্ত,
ভর্তি পরীক্ষার তারিখ: ৩০-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়
-
২০ জানুয়ারী, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষা
রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম
-
২০ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তি
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি
-
১৯ জানুয়ারী, ২০২৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা
সুযোগ মেলেনি ৭৩ পেয়েও, ৪০.৭ পেয়েই কোটায় চান্স!
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫