২৮ জানুয়ারী, ২০২১ ১০:৩৫ এএম

করোনার টিকা: অসুস্থদের সাহায্যে পার্শ্বপ্রতিক্রিয়া টিম

করোনার টিকা: অসুস্থদের সাহায্যে পার্শ্বপ্রতিক্রিয়া টিম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার টিকা গ্রহণের পর কারও মধ্যে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাকে দ্রুত সাহায্য করা হবে বলে জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। বুধবার (২৭ জানুয়ারি) টিকা কার্যক্রম উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

টিকা গ্রহণকারীদেরকে পার্শ্বপ্রতিক্রিয়া টিমের মোবাইল নম্বর দেওয়া আছে জানিয়ে জামিল আহমেদ বলেন, কেউ যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করেন বা কোনো প্রশ্ন থাকে, তারা যোগাযোগ করতে পারবেন। টিমের সদস্যরা তাদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, ‘পৃথিবীর যত জায়গায় অক্সফোর্ড-আস্ট্রোজেনেকার টিকা দেওয়া হয়েছে, তাতে দেখা গেছে এই টিকা তুলনামূলক অনেক নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত মৃদু। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক