২৭ জানুয়ারী, ২০২১ ০২:০৮ পিএম

করোনায় ডা. নাসের আহমেদের মৃত্যু

করোনায় ডা. নাসের আহমেদের মৃত্যু
ডা. কাজী মো. নাসের আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ডা. কাজী মো. নাসের আহমেদ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

নাসের আহমেদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা সেবা দিতে গিয়ে গত ডিসেম্বরের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন নাসের আহমেদ। এরপর ওই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ছয় জানুয়ারি তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।

মৃত্যুকালে নাসের আহমেদ স্ত্রী- দুই সন্তান, পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. কাজী মো. নাসের আহমেদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক