বিভাগ-জেলায় ৫০ হাজার শয্যার হাসপাতাল স্থাপনে সভা ১১ জানুয়ারি

মেডিভয়েস রিপোর্ট: বিভাগ ও জেলা পর্যায়ে ৫০ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক নোটিসে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত ওই নোটিসে আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর সাড়ে ১২টায় সভাটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, বিভাগ ও জেলা পর্যায়ে China Machinery Engineery Corporation (CMEC) কর্তৃক ৫০ হাজার শয্যার আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনে প্রস্তাবিত Expression of Interest (EOI) সংক্রান্ত এ সভায় সভাপতিত্ব করবেন স্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষায়িত হাসপাতালের বাস্তবতা সংক্রান্ত আলোচনা সভাটি অফলাইন এবং অনলাইনে অনুষ্ঠিত হবে।
জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১১ এপ্রিল, ২০২১
-
০৬ এপ্রিল, ২০২১
-
০৪ এপ্রিল, ২০২১
-
০৪ এপ্রিল, ২০২১
-
০২ এপ্রিল, ২০২১
-
০২ এপ্রিল, ২০২১
-
০১ এপ্রিল, ২০২১
-
২৮ মার্চ, ২০২১
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
মেডিভয়েসকে বিশেষ সাক্ষাৎকারে পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক করোনা বেড ফাঁকা
