করোনায় ঝরলো আরও ৩৯ প্রাণ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ জনে। এ সময় আরও দুই হাজার ১৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৫ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি। পরীক্ষায় আরও দুই হাজার ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১২ জন। তাঁদের প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ চার হাজার ৯৮২ (৭৬ দশমিক ৮ ভাগ) ও নারী এক হাজার ৫০৫ জন (২৩ দশমিক শূন্য ২ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৬৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪৭ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ ভাগ। সুস্থতার হার শতকরা ৮১ দশমিক ২৯ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, খুলনা দুইজন, রংপুর দুইজন এবং সিলেটে একজন রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ কোটি ৯৮ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৪ লাখ ১১ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ কোটি ৮৩ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
১৪ ঘন্টা আগে
-
১৪ ঘন্টা আগে
-
১৬ ঘন্টা আগে
-
১৮ ঘন্টা আগে
-
১৫ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের পরীক্ষা
সংক্রমিতদের মৌখিক পরীক্ষায় নমনীয় মেডিকেলগুলো
কিনছে ৩০ লাখ ডোজ কোভিশিল্ড
বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে বেক্সিমকো
