০৭ নভেম্বর, ২০২০ ১২:১৪ পিএম

না ফেরার দেশে ডা. তাপস কান্তি ভৌমিক

না ফেরার দেশে ডা. তাপস কান্তি ভৌমিক

মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক, বিশিষ্ট  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাপস কান্তি ভৌমিক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ডা. খন্দকার হারুন অর রশিদ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে চেম্বারে রোগী দেখার সময়েই তিনি কিছুটা অসুস্থতা অনুভব করেন। তারপর দ্রুতই বাসায় ফিরে আসেন এবং বিশ্রাম নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হলে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’

ডা. হারুন অর রশিদ বলেন, ‘ডা. তাপস কান্তি ভৌমিক স্যার আমাদের সবারই প্রিয়পাত্র ছিলেন। তিনি খুবই সৎ এবং সাহসী মানুষ ছিলেন। কারো সাথেই স্যারের সম্পর্ক খারাপ হতে দেখিনি।’ 

ডা. তাপস কান্তি ভৌমিক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) টাঙ্গাইল জেলা শাখার কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক