২৬ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৩ পিএম

প্লাজমা দিলেন রাঙামাটির অর্ধশতাধিক পুলিশ সদস্য

প্লাজমা দিলেন রাঙামাটির অর্ধশতাধিক পুলিশ সদস্য

মেডিভয়েস ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা দিলেন করেনা জয়ী রাঙামাটির ৫১ পুলিশ সদস্য। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা প্রদান করেন তারা। 

প্লাজমা দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন, এই প্লাজমা একজন অসহায়, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পুলিশ সদস্যদের এই প্লাজমা প্রদান দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে।

এ ব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, গত মার্চ মাসে করোনার শুরু থেকে রাঙামাটিতে কর্মরত পুলিশ সদস্যরা জেলা প্রশাসনের সাথে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করেন। এ সময়ে রাঙামাটি পুলিশের ২০৪ জন সদস্য করোনা আক্রান্ত হন। বর্তমানে এদের সবাই সুস্থ। 

তিনি বলেন, মানবতার সেবায় এগিয়ে এসেছেন রাঙামাটি পুলিশের ৫১ জন সদস্য। পুলিশ সুপার আলমগীর কবীর স্যারের নির্দেশে সুস্থ হওয়াদের মধ্যে থেকে ৫১ জন পুলিশ সদস্য প্লাজমা দেন। 

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক