১৯ অগাস্ট, ২০২০ ০৬:০২ পিএম

আইইডিসিআর’র নতুন পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন

আইইডিসিআর’র নতুন পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন
অধ্যাপক ডা.  তাহমিনা শিরীন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে এ আদেশ কার্যকর হবে। 

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বর্তমানে আইইডিসিআর’র ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরার চাকরির মেয়াদ শেষ হয়েছে। ওই পদে সম্প্রতি পদোন্নতি পান অধ্যাপক মীরজাদী সেব্রিনা। আগামীকাল বৃহস্পতিবার নতুন পদে যোগ দেবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ জারি করা হলো। এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত