০৮ অগাস্ট, ২০২০ ০৯:৫৪ এএম

করোনায় বিয়ানীবাজারের প্যানেল মেয়রের মৃত্যু

করোনায় বিয়ানীবাজারের প্যানেল মেয়রের মৃত্যু
রোশনা বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম (৫০)।

শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টায় সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন রোশনা বেগম। গত ২ আগস্ট অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এর পর তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫২ জন মারা গেলেন। এর মধ্যে সিলেটের ১১২ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক