১২ জুলাই, ২০২০ ০১:৩৯ পিএম

স্বাস্থ্যখাতের উন্নয়নে সাত দফা দাবি বাম ঐক্যের

স্বাস্থ্যখাতের উন্নয়নে সাত দফা দাবি বাম ঐক্যের

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার মাধ্যমে এ খাতের উন্নয়নে সাত দফা দাবি পেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। অন্যথায় দেশের স্বাস্থ্যখাত আরও বড় বিপদের সম্মুখীন হবে বলেও জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। করোনা মহামারি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থসেবা কোন পর্যায়ে। এখনই সময় স্বাস্থ্যখাতের উন্নয়ন করার। অন্যথায় দেশ আরও বড় বিপদের সম্মুখীন হবে।

সাত দফা দাবির মধ্যে রয়েছে, পর্দা কেলেঙ্কারির বিচার, ডাক্তার-নার্সদের খাবার কেলেঙ্কারির বিচার, করোনা প্রতিরোধ সামগ্রীতে ভেজাল ও উচ্চ মূল্যরোধে ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যখাতে নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ, সাধারণ রোগীদের করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ব্যাপকহারে অ্যান্টিবডি কিটের ব্যবহার নিশ্চিতে সকল বাধা দূর এবং স্বাস্থ্যখাতে দুর্নীতির গডফাদার মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

পাশাপাশি বাম ঐক্যে নেতারা তিন দফা সুপারিশ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্য কমিশন গঠন। আমলাতন্ত্র নয়, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং স্বাস্থ্য বাজেটের ৫০ শতাংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্যয় করা।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির (এম) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, পিডিপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক