১২ জুন, ২০২০ ০৩:১৩ এএম

চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণ মেশিনের দাম কমবে

চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণ মেশিনের দাম কমবে
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: নতুন বাজেটে এবার চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণ মেশিন অটো ক্ল্যাব স্থানীয়ভাবে উৎপাদনে বিশেষ সুবিধা দিয়েছে সরকার। এর ফলে গুরুত্বপূর্ণ ওই মেশিনের দাম কমে যাবে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে আরও সুসংহত করার লক্ষ্যে চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণে ব্যবহার্য অটো ক্ল্যাব ( Autoclave) মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করছি।

জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাজেটের প্রাক্কালেই বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (PPE) আমদানি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও PPE উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর প্রযোজ্য সমুদয় শুল্ককর মওকুফ করা হয়েছে।

  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য বাজেট ২০২০-২১
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক