০৫ জুন, ২০২০ ১০:৪৬ পিএম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন কাল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন কাল

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিটের উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

ফলে রোববার থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হবে চট্টগ্রামের এই বেসরকারি মা ও শিশু হাসপাতালে।

হাসপাতালটির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে করোনা চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে। 

তিনি বলেন, আগামীকাল উদ্বোধন হলেও রোগী ভর্তি শুরু হবে রবিবার থেকে। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউ বেডের সুবিধা ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

এছাড়া এখানে শিগগির করোনার নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক