৩১ মে, ২০২০ ০৬:০২ পিএম

করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরলেন ১৬০৬ পুলিশ সদস্য

করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরলেন ১৬০৬ পুলিশ সদস্য

মেডিভয়েস ডেস্ক: মহামরি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ১৬০৬ জন সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪,৭০৩ জন। এদের মধ্যে মারা গেছে ১৫ জন পুলিশ।

৩১ মে (রবিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১,৬০৬ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। ১৫ জন মৃত্যুবরণ করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে একটা বৃহদাংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য। এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৫৮২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পুলিশ সদস্যগণ সুস্থ হয়ে পুনরায় দেশ সেবায় আত্মনিয়োগ করছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন করোনা আক্রান্ত এক-তৃতীয়াংশ পুলিশ সদস্য।

ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক