১৭ মে, ২০২০ ১১:০০ এএম

ফেনীতে ৩১ করোনা আক্রান্তের ১১ জনই স্বাস্থ্যকর্মী!

ফেনীতে ৩১ করোনা আক্রান্তের ১১ জনই স্বাস্থ্যকর্মী!

মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলায় গত ২৪ ঘন্টায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে আরো ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের ১১ জনই স্বাস্থ্যকর্মী।

রোববার (১৮ মে) সকালে এ তথ্য জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়েত বিন করিম।

তিনি বলেন, ৩১ জনের মধ্যে ২২ জন পুরুষ আর নয়জন নারী রয়েছে। তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, দুইজন চিকিৎসক ও নার্সসহ ১১ জন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে কর্মরত রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার পর্যন্ত এ জেলায় ৯৪৯ জনের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭৮৩ পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন তারা। তাতে দুই জনপ্রতিনিধি, দুই সরকারি কর্মকর্তা, চার চিকিৎসক, চার পুলিশসহ ৬১ জনের পজিটিভি এসেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আটজন। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক