০৫ জুলাই, ২০২৫ ১১:৫৯ এএম

শহীদ এম মনসুর আলী মেডিকেলে মানব কঙ্কাল বিতরণ

শহীদ এম মনসুর আলী মেডিকেলে মানব কঙ্কাল বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে (এসএমএমএএমসি) প্রথম বর্ষের (এস-১১ ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে হালাল উপায়ে সংগ্রহকৃত মানব কঙ্কাল বিতরণ করেছে এসএমএমএএমসি বোনস ব্যাংক।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় কলেজটির একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কঙ্কাল বিতরণ করা হয়।

কলেজে সদ্য ভর্তি হওয়া ১৬ জন শিক্ষার্থীকে নামমাত্র জামানতের বিনিময়ে এই মানব কঙ্কাল সরবরাহ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এই কঙ্কালগুলো বাইরের কোথাও থেকে কেনা হয়নি বরং কলেজেরই কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিজেদের পরিচয় গোপন রেখে মহানুভবতার সঙ্গে এগুলো দান করেছেন।

এসএমএমএএমসি বোনস ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষের দেহাবশেষ কেনাবেচা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সে বিষয়টি মাথায় রেখেই হাড়ের লেনদেনকে কেবল দান ও আমানতের ভিত্তিতে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং মেডিকেল কলেজের প্রতিটি শিক্ষার্থী এর সুফল ভোগ করতে পারবে।

এ উদ্যোগকে সদকায়ে জারিয়ার একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে আয়োজকরা বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি এটি এক ধরনের ইবাদতও। যারা নিঃস্বার্থভাবে মানব কঙ্কাল দান করেছেন কিংবা সংগ্রহ ও বিতরণে সাহায্য করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদানের প্রার্থনা করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত