০৪ জুলাই, ২০২৫ ০২:৪১ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ রিদম ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বোনস বিতরণ

দিনাজপুর মেডিকেল কলেজ রিদম ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বোনস বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজে (দিমেক) রিদম ব্লাড ডোনার ক্লাবের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে প্রথম বর্ষের (৩৪তম ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে বোনস (মানব কঙ্কাল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কলেজের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৩তম ব্যাচের শিক্ষার্থী সাদাকাত রাফি।

প্রধান অতিথির বক্তব্যে দিমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোজাম্মেল হক বলেন, ‘এমন মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। এটি অব্যাহত রাখতে হবে, যাতে ভবিষ্যতেও সকল শিক্ষার্থী উপকৃত হতে পারে।’

অ্যানাটমি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. পল্লব কুমার দাস বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক উপকরণ হাতে পাবে, যা তাদের পড়াশোনাকে সহজ করে তুলবে।’

ফিজিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, ‘রিদম ব্লাড ডোনার ক্লাবের এই কর্মসূচি অর্থনৈতিক দিক থেকেও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী হবে।’

অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. লায়লা ফেরদৌস ইতি বলেন, ‘শুধু বোনস নেওয়াই যথেষ্ট নয়, এগুলো নিয়মিত অধ্যয়ন করতে হবে, তবেই প্রকৃত উপকারিতা পাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বিনামূল্যে কিংবা নামমাত্র জামানতে বোনস পেয়ে আনন্দ প্রকাশ করেন। এক শিক্ষার্থী বলেন, ‘রিদম ব্লাড ডোনার ক্লাবের এই উদ্যোগ আমাদের অনেক উপকারে আসবে। এতে বোনস বিক্রির সিন্ডিকেট থেকে আমরা মুক্তি পাব এবং শরীয়ার দিকও বজায় থাকবে।’

রিদম ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবকরা জানান, পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে ডোনেশন সংগ্রহসহ কার্যক্রম বিস্তৃত হবে। মানবতার সেবা এবং জ্ঞানের প্রসারে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের। সকল শিক্ষার্থী, দাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত