০২ জুলাই, ২০২৫ ০৮:৫৫ পিএম

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৭

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে আবারও করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর খবরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ শতাংশ।

এছাড়া, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬০৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। চলতি বছর করোনায় এটি ২৩তম মৃত্যু।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। পরে বিভিন্ন সময়ে দেশে করোনার ভয়াবহতা বাড়ে, যার মধ্যে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

বিশেষজ্ঞরা এখনো স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব আরোপ করছেন।

এচএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক