কলেজে ভর্তির সময় ফের বাড়ল
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা কলেজ ও মাদ্রাসাগুলোতে আগামী ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি হতে পারবেন।
বৃহস্পতিবার (০১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কলেজগুলোতে ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।
এর আগে প্রথম দফায় বর্ধিত সময় ১ আগস্ট পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ ছিল। সে সুযোগ ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। এ নিয়ে দ্বিতীয়বার বর্ধিত করা হলো ভর্তির সময়সীমা।
ভর্তি নীতিমালার ঘোষণা অনুযায়ী, ৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট অস্থিরতায় সারাদেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। দেশের কলেজগুলো এখন বন্ধই রয়েছে।
নীতিমালা বলা হয়েছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।
অন্যদিকে, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা।
চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।
এনএএন/