১৮ মার্চ, ২০২৪ ০২:০৩ পিএম

রামেবির ফার্স্ট প্রফে সেরা রামেকের ফারিয়া

রামেবির ফার্স্ট প্রফে সেরা রামেকের ফারিয়া
রাজশাহী মেডিকেল কলেজ।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত ১৫টি মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় সেরা ফলাফল করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থী ফারিয়া রহমান মাঈশা।

শনিবার (১৬ মার্চ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রকাশিত এমবিবএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রামেবির অধীনে ফার্স্ট প্রফে অংশগ্রহণ করা ১৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র অনার্স মার্কধারী শিক্ষার্থী ফারিয়া রহমান মাইশা। তিনি এনাটমিতে অনার্স মার্ক পেয়েছেন। ফারিয়া রহমান রাজশাহী মেডিকেলের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী।

রামেক থেকে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩৫ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ২০৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী ৩০ জন। তবে সব কিছু ছাপিয়ে বরাবরের মতোই রামেবির অধীনে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক