১৫ নভেম্বর, ২০২৩ ০১:৫৭ পিএম

চলে গেলেন ডেন্টাল সার্জন নাফিয়া শারমীন

চলে গেলেন ডেন্টাল সার্জন নাফিয়া শারমীন
এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

মেডিভয়েস রিপোর্ট: পাইওনিয়ার ডেন্টাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. মোশারফ হোসেন খন্দকারের স্ত্রী ডা. নাফিয়া শারমীন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।

আজ বুধবার (১৫ নভেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেনে।

তিনি বলেন, ‘রাতে সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা গেছেন। সকালে পরিবারের লোকজন টের পেলে সিটি হাসপাতলে নিয়ে যায়। এরপর চিকিৎসকরা ইনভেস্টিগেট করে দেখে সে মৃত।’ ডা. নাফিয়া শারমীন এক ছেলে সন্তানের জননী, তার গ্রামের বাড়ি রাজশাহীর সিরাজগঞ্জে। মরহুমার নামাজে জানাজা বাদ আসর ধানমন্ডি সোবহানবাগ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

তার মৃত্যুতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি গভীর শোক প্রকাশ করেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক