০৮ অক্টোবর, ২০২৩ ১০:১৬ এএম

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩২০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩২০
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির হেরাত প্রদেশ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। ভূমিকম্পে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান ভূমিকম্পে ৩২০ জন নিহত হওয়ার খবর জানালেও হেরাতের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোসা আশারি বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রায় ১২০ জন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার মানুষ। তবে তালেবান সরকারের পক্ষ থেকেও এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও